Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০১৫

প্রোডাকশন ডিভিশন

 

ফোনঃ ৮৮-০২-৭৭০২৪০৫, ফ্যাক্সঃ ৮৮-০২-৭৭০১৬২০

 


উদ্দেশ্য

• অত্র ইনস্টিটিউটের আর এন্ড ডি সামগ্রী তৈরী ও সংযোজন

 

কার্যক্রম

ক) প্রকল্প

  • ডিজিটাল প্রেসার মিটার ফর নিউক্লিয়ার রিএ্যাক্টর
  • ডিজিটাল ফ্লো মিটার

 

খ) সেবাদান

  • আর এন্ড ডি সামগ্রী উৎপাদন
  • প্রস্তুতকৃত যন্ত্রের মেরামত ও রক্ষণাবেক্ষন

 

অর্জনসমূহ

  • ড্রপ-আউট রিলে উৎপাদন
  • ডিজিটাল পি-এইচ মিটার উৎপাদন
  • ফাঙ্কশান জেনারেটর উৎপাদন
  • এ.সি. ভোল্টেজ স্ট্যাবিলাইজার উৎপাদন
  • পাওয়ার সাপ্লাই উৎপাদন
  • থ্রী-ফেজ মনিটর উৎপাদন

 

সুযোগ-সুবিধা সমূহ 

স্মল স্কেল প্রডাকশনের জন্য প্রয়োজনীয় যন্ত্র ও যন্ত্রাংশ অত্র বিভাগে মজুদ রয়েছে।

 

প্রেক্ষিত পরিকল্পনা

 

নিয়মিত কার্যক্রম

ক) অত্র ইনস্টিটিউটের আর এন্ড ডি প্রকল্পের আওতায় যন্ত্র  তৈরী ও সংযোজন এবং অত্র ইনস্টিটিউটের বাহিরের প্রতিষ্ঠান সমূহের চাহিদা পূরণ।

 

ইনস্টিটিউটের নিয়মিত কার্যক্রম ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা নিম্নরুপ:

 

স্বল্প মেয়াদী পরিকল্পনা (২০১০ সালের মধ্যে সম্পাদিত হবে)

  • ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ ডিজিটাল প্রেসার মিটার ফর নিউক্লিয়ার রিয়্যাক্টর
  • ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ ডিজিটাল ফ্লো মিটার
  • ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ ডিজিটাল কপার মিটার

 

মধ্যম ময়াদী পরিকল্পনা (২০১৫ সালের মধ্যে সম্পাদিত হবে)

  • ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ ইলেট্রিক্যাল কন্ডাকটিভিটি মিটার
  • ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ থার্মো- হাইগ্রোমিটার
  • ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ ক্লোরিন ডাই-অক্সাইড মিটার

 

দীর্ঘ মেয়াদী পরিকল্পনা (২০২০ সালের মধ্যে সম্পাদিত হবে)

  • ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ ডিজিটাল ফসফেট মিটার
  • ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ ডিজিটাল সায়েনাইড মিটার
  • ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ ডিজিটাল নাইট্রেট মিটার